নদীর ওপর সকালবেলায় কুয়াসা
যত বারই দেখিনা, মন কেমন কেঁপে ওঠে ।
জাহাজ ষ্টীমার জেটি ক্রেন আর
বিরাট যত কারখানা,
নদীর ওপর হুমড়ে-পড়া আকাশ-কাটা শহর
মনে হয়, এই গেল মুছে,
জল-মাখান তুলির টানে কাঁচা ছবির মত ।
কি আছে সেই ছবির তলায়, -- একেবারে শাদা
ভাবীকালের কোন ভাবুকের
দিশাহারা রঙ্—না—লাগা ভাবনা,
মন বুঝি তা টের পেয়েছে একটু ।
আমার ছায়া পড়ল না আজ
রোদ-লুকোন ভোরে
নতুন পোলের গায়ে ;
এই আনন্দে তবু হ’লাম পার,
পাঁচুই মাঘের ঝাপ্ সা তারিখ
ময়লা কাচের মত,
আমার বুকের হাই লেগে’ ও
একটুখানি হবে পরিস্কার,
আরেক অবাক্ নতুন ছবির জন্যে ।
পোলের ওপর ৫ই মাঘ - প্রেমেন্দ্র মিত্র
- Details
- Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 392