কত বৃষ্টি হয়ে গেছে,
   কত ঝড়, অন্ধকার, মেঘ,
       আকাশ কি সব মনে রাখে !
    আমার হৃদয় তাই        
         সব কিছু ভুলে গিয়ে
             হল আজ সুনীল উত্সব !

তুমি আছ, তুমি আছ,
    এ বিস্ময় সওয়া যায় নাকো ;
           অরণ্য কাঁপিছে |
    মনে মনে নাম বলি,
            আকাশ চুইয়ে পড়ে
                 গলানো সোনার মতো রোদ |

গলানো সোনার মতো
     রোদ পড়ে সব ভাবনায় ;
           সোনার পাখায়,
     গাহন করিতে ওঠে

         নীল বাতাসের স্রোতে,
              রৌদ্রমত্ত পায়রার ঝাঁক |

এ নীল দিনের শেষে
     হয়তো জমিয়া আছে
            সূর্য-মোঝা মেঘ রাশি রাশি ;
     তবু আজ হৃদয়ের
              ভরিয়া নিলাম পাত্র,
                    এই নীল স্বপ্নের সুধায় |

হৃদয়ের কত পাকে
     স্মরণ জড়ায়ে রাখে,
            মরণ শাসায় |
      তবু মুহূর্তের ভুল---
            ক্ষীণায়ু স্ফুলিঙ্গ তবু
                অন্ধকারে হাসিয়া উঠুক |

শীতল শূন্যতা হতে
    উল্কা আসে পৃথিবীর
           নিষ্করুণ নিঃশ্বাসে জ্বলিতে ;
     ‘ষ্টেপে’র দিগন্তে দেখি
            আগু-পিছু তুষারের
                  মাঝখানে ফুলের প্লাবন |

তোমার নয়ন হতে
     আজিকার নীল দিন
     জীবনের দিগন্তে ছড়ায় ;
               মিছে আজ হৃদয়েরে
                    স্মরণ জড়াতে চায়
                          মরণ শাসায় |

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র