চাঁদ যদি নাহি উঠে, না উঠুক    ক্ষতি নেই এই বেশ ভালো |
আহত নগর দুরে গরজায়    আঁধার ঘিরেছে জমকালো ||
আমি যেন ঢেউ যেন তুমি তীর,   উতরোল টলোমল অস্থির,
ভেঙ্গে পড়ি বার বার দুরাশায়,    খোঁজা তবু এখনো না ফুরালো ||
তীর আর সাগরের লীলা এই      বিচ্ছেদ মিশে আছে মিলনেই |
চাঁদ উঠে আজ আর কাজ নাই   রাঙা বেদনার আজ রোশনাই
যে দাহনে দিগন্ত দীপ্ত,      জ্বালা তার নাই আর জুড়ালো ||

 

সুর - ভীষ্মদেব চট্টোপাধ্যায়
শিল্পী - রমলা দেবী ( ব়্যাচেল  )
ছবি - রিক্তা , ১৯৩৯

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র