আরও একটু সরে বসতে পার    আরও একটু কাছে ।
দূরে থাকার ছলনা হায় বৃথা    ছল ছল নয়ন যবে যাচে ।।
হাতে যদি পড়েই এসে হাত    মুখের প’রে হ’লে নয়ন-পাত
হৃদয় কেঁপে ওঠেই অকস্মাৎ,  লজ্জা পাবার সময় অনেক আছে ।।
     চুলের সুবাস হাওয়ায় ভাসে    নেশার বিভোর মন
     আজকে জানি আমরা দুজন বাদে   পৃথিবী নির্জন ।
কথার পরে কাজ কি কথা গাঁথা    কাঁধের পরে পড়ুক নুয়ে মাথা
কথার অতীত গহন-নীরবতায়     মোদের সুধার স্বর্গ মিলিয়াছে ।। 


সুর - ভীষ্মদেব চট্টোপাধ্যায়
শিল্পী - রমলা দেবী ( ব়্যাচেল  )
ছবি - রিক্তা , ১৯৩৯

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র