ফেলে যাবে চলে জানি,
তবু ঝটিকারে ঝরাপাতা মোর    জানায় মরমবাণী  ||
তুমি তো পাষাণ-তীর,      আমি ঢেউ বারিধির,
বিফল বাহুর বাঁধনে জড়াতে      নিজেরে আঘাত হানি  ||
         কেন এ নিঠুর নিয়তির বিধি হায়,
         মোর মেঘ শুধু মরুতে ঝরিতে চায় |
তুমি শিখা মনোহর,      আমি পতঙ্গ থরোথর ,
যত কাছে যাই নিজেরে পোড়াই,      তবুও কি মানা মানি ||


সুর - কমল দাশগুপ্ত
শিল্পী - কানন দেবী
ছবি - যোগাযোগ , ১৯৪৩

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র