যদি ভালো না লাগে তো দিয়োনা মন,
শুধু দূরে যতে কেন বল অমন |
যদি হৃদয়ে না মেলে ঠাঁই     নয়নে মানা তো নাই,
যদি না দুয়ার খুলিতে চাও   খুলে রেখো বাতায়ন ||
          মেঘেতে যা কিছু আঁকিয়া যাক
          জানি আকাশে কখনো লাগে না দাগ |
কুসুম না যদি পাই      কাননে পাতা কুড়াই !
জাগরণে যদি ধরা না দাও    ভেঙোনা ভীরু স্বপন ||

সুর - কমল দাশগুপ্ত
শিল্পী - কানন দেবী
ছবি - যোগাযোগ, ১৯৪৩

Super User