নাবিক আমার নোঙর ফেল, ওই তো তোমার তীর ||
মাটির মায়ার বাঁধন পর সাগর- মুসাফির ||
দিকে দিকে অবাধ ডানার –আকাশ শুধু ছিল তোমার;
নিরালাতে রচ এবার একটি ছোট নীড় ||
অকূল থেকে আকুল হাওয়া ডাকবে যখন এসে,
অঙ্গনে থাক পুষ্পতরু, বিদায় দেবে হেসে |
সপ্তঋষির ইশারাতে ঘুম যদি না আসে রাতে,
জ্বেলে রেখো আকাশ-প্রদীপ, ছুটির মিনতির ||
সুর - কমল দাশগুপ্ত
শিল্পী - রবীন মজুমদার
ছবি - যোগাযোগ, ১৯৪৩