যেতে যেতে ফিরে চাই
দেখে দেখে তবু সাধ মেটে নাই ||
এই গিরি নদীর মায়া পাতা কাঁপা এই বনের ছায়া
জড়িয়ে আছে মনের মাঝে কেমনে ছাড়াই ||
হেথায় কথা ফুরায় যদি কোথায় হবে শুরু ---
জানা-অজানার দোলায় বুক যে দুরু দুরু |
রোদ-মাখানো সারাবেলা হৃদয়খানি ছিল মেলা
আকাশ ভরা যা পেয়েছি, সাথে নিলাম তাই ||
সুর - ধীরেন মিত্র
শিল্পী - কানন দেবী
ছবি - পথ বেঁধে দিল, ১৯৪৫