কালো দীঘি জল, তারি সুশীতল মায়া তব দুটি চোখে ;
                    ও দেহে শ্রাবন-মেঘেছায়া ফেলিল কে !
                               তুমি যেন শর্ব্বরী,
                               তারকার স্নেহ হরি’
                     নেমেছ আসিয়া নীরবে হৃদয়-তীরে,
দূর দিগন্তে নভোসীমন্তে আঁকি শশী লেখাটিরে |

কুমারী কোরক যে আলোকে জাগে, স্মিতমুখে তব ক্ষরে ;
                       পাখীরা ঘুমায় স্নিগ্ধ তোমার স্বরে |
                               তনুর লাবণী সনে,
                               দেখিয়াছি পড়ে মনে,
                       হরিৎ-ধান্য-ব্যাকুল গ্রামের সীমা,
কানন-কন্ঠ-লগ্না নদীর মনোহর ভঙ্গিমা |

ধুধু প্রান্তর তোমার প্রণয়ে হ’ল ছোট প্রাঙ্গন ;
                   দীপ হতে করে, বহ্নি আকিঞ্চন |
                               তব মমতায় ঘিরে,
                               অসীম আকাশ-তীরে,
                    সীমার ধরণী গড়ি মোরা অক্ষয় |
তুমি আছ তাই গৃহদীপ সনে তারকারা কথা কয় |

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র