যাযাবর হাঁস নীড় বেঁধেছিল বন-হংসের প্রেমে,
              আকাশ-পথের কোন্ সীমান্তে থেমে ;
                           সে কবে আমার মনে,
                                 ডুবেছে বিস্মরণে |
                আজি শুধু তার শূন্য নীড়টি ঘিরি,
হতাশ আশার উদাস অলস মৌমাছি মরে ফিরি |

বেদিয়ার মেয়ে মরু ছেড়ে হ’ল, মোতি-মহলের বাঁদী,
            চঞ্চল চোখ বোরখাতে দিল বাঁধি ;
                       সে কবে আমার মনে,
                            ডুবেছে বিস্মরণে ;
             আজি শুধু তার ত্যক্ত জীর্ণ ঘরে,
পুরানো স্মৃতির শ্রীহীন শুকানো পল্লব কেঁদে মরে |

শুক্ নো চড়ায় সারাদিন করে শুক্ নিরা কলরব,
                   ঘাটে ভেসে লাগে শেফালি শিশুর শব |
                               আমার পরানে আজি,
                               উত্সব বেশে সাজি,
                     হৃদয়ের পথে কঙ্কালগুলি চলে |
বাসর-রাতের দীপ নিভে গেছে বিধবা-নয়ন-জলে |

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র