নমো নমো নমো !
                     অপরূপ অনির্ব্বচনীয় !
               নমো নমো নমো !

দেহের বীণাতে ওঠে ঝঙ্কারিয়া সুরের প্রণতি
               নমো নমো নমো !
নয় বাণী, নয় স্তুতি, নহেক প্রার্থনা ;
               গান নয়, নয় আরাধনা,
শুধু দেহ-দীপ হতে ওঠে শিখা সম
               নমো নমো নমো !

সব অর্থ ডুবে যায় আনন্দের অতল সাগরে –
               শুধু অহৈতুক
               অর্থহীন
               নমো নমো নমো |
               দুর্ব্বোধ প্রাণের ভাষা
               বাণীর আরতি !
চেতনা হারায়ে যায় আনন্দের অপার পাথারে
               সেথা হতে ওঠে শুধু
                 বান্ময় অর্চ্চনা,
               নমো নমো নমো
পরিপূর্ণ জীবনের প্রস্ফুটিত পদ্ম হ’তে ওঠে গন্ধসম
               নমো নমো নমো !

  কথা খুঁজে নাহি মিলে, বিস্ময়ের রহে নাক সীমা ;
আনন্দের ঝটিকায় কাঁপে প্রাণ স্পন্দমান তারকার মত ;
     বিরাটের তীরে তীরে জীবন কল্লোলি ওঠে—
                  নমো নমো নমো !

                  নমো নমো নমো !
                 প্রণামের বিরাট আকাশে
সব গান ডুবে আছে,       মিলে আছে সব পূজা,
     হারাইয়া আছে স্তুতি, সকল আরতি,
                  সমস্ত সাধনা,
           কোটি কোটি তারকার মত |
               মহা নীলাকাশ সম
               মূর্ত্তিমান সীমাহীন
               নমো নমো নমো !

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র