পায়ের শব্দ শুনতে পাও ?
               নিযুত নগ্ন পায়ের মহাসঙ্গীত |
       মলিন কোর্ত্তাপরা কারখানার কুলি আসছে আজ অসঙ্কোচে
               আর রাস্তার মূর্খ মজুর,
               জাহাজের খালাসী আর পথের মুটে—
               বিশ্ব-মানবের মিছিলে আজ মিল্ ল এসে
               এ কোন্ অপ্রত্যাশিত পূত বন্যা !
               পঙ্কিল বলে ঘৃণা কর্ বে আজ কে ?
               কলুষিত ব’লে কে নাসিকা কুঞ্চিত করবে ?
               তফাৎ যাও !
       জরাজর্জ্জর দেহে তাজা রক্তের স্রোত বইল ;
       বদ্ধজলে মৃত্যুর জীবাণু বংশ বিস্তার ক’রছিল,
       আজ প্রাণের বিপুল বেগে সাফ হ’য়ে গেল
               বনেদি জঞ্জাল, সনাতন ধাপ্পাবাজি ;
রাজ্ পথের ধূলি আজ তাদের নগ্ন সবল চরণ আলিঙ্গন করে
                                                         ধন্য হ’ল |
       কলের কুলি আর মাঠের চাষা, রাস্তার মুটে
               আর কারখানার মজুর---
               পাল্কি চড়ে চড়ে কার পা পঙ্গু হয়ে গেছে,--
               আজ ওই নগ্ন সবল পায়ের সঙ্গে পা মিলিয়ে চল |
               মাথায় পা দিয়ে দিয়ে কার পা ভারী হ’ল
               পাপের ভারে—
               ওই পুণ্য পথের ধূলায় নামাও সে ভার |
       আজ পাঁওদল, চলে নবজাগ্রত ভয়মুক্ত মানবের দল,
               তার সাথে পাঁওদল, চলেছেন মানবের দেবতা |

               আজ যদি চোখে জল আসে
               সে কি দুর্ব্বলতা ?
       ওই কালিমাখা শ্রম-কঠোর ঘর্ম্মাক্ত দেহখানি
               আলিঙ্গনের লোভে
               বাহু যদি আপনা হ’তে প্রসারিত হয়
               সে কি লজ্জার কথা !
               দেবতা যে পাঁওদল চলেছেন ওই—
               নগ্ন পদ কুলিদের সাথে ভাই---
               তিনি যে আজ আহ্বান করেছেন ওই পথের ধূলায় –

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র