বিরাট সেতু সে এধারের সাথে ওধার জুড়িতে চায়,
                                    সে সেতু হয়েছ পার ?
এ-ধারে তাহার আলো জ্বলে না ক’ ওধারে অন্ধকার ;
                                    --- সেতু সে বৃহদাকার !

এধারে যাহার মাটির দম্ভ, ওধারে মাটির মায়া,
                         পদতলে যার অশ্রুর মত জল,
সে সেতু নহে ক’ বিবাহ দেয়নি এপারে ওপারে ভাই,
                                রাখিবন্ধন নহে, শুধু শৃঙ্খল ;
এধারে ওধারে জুড়ে দিতে চায় কঠিন বাঁধনে ভাই—
                                       সেতু সে বিপুল-বল !

       ফুল হ’তে ফলে যে গোপন সেতু ---
                       জানি রহস্য তার ;
       তারা হ’তে তারা’ যে সেতু উতরে
                       লঙ্ঘি অন্ধকার,
       তারা সন্ধান মেলে কিছু কিছু ---
                         নিশীথ রাত্র ভরি ;
       শুধু এ সেতুর হেতু জানি না কো
                         উতরিতে ভয়ে মরি |

সব কিছু সে যে পার হয়ে চলে তবু কোথা নাহি পার,
                  তীর নাহি মিলে সেতু সে নিরুদ্দেশ !
কঠিন বাঁধনে সব কিছু বাঁধে তবু লাগে না ক’ জোড়া,
                   যোজনার মাঝে বেদনার রহে রেশ !
সূর্য্যের পানে উদ্ধত তার যাত্রার শুরু ভাই,
                    অতল আঁধারে উৎরাই তার শেষ !

বিরাট সেতু সে লঙ্ঘিতে চায় শিশির-কণিকাটিরে
                        সে সেতু হয়েছ পার ?
এধারে তাহার বন্ধ্যা ধরণী, অন্ধ আকাশ শিরে,
                       ----সেতু সে ব্যর্থতার ?

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র