এক যে ছিল অ্যামিবা,
       আদ্যিকালের বুড়ি ;
রোগ ছিল তার খাই-খাই, আর
       কিসের সুড়সুড়ি ;
       -----কিসের কে জানে !

নেইকো মরণ হতভাগীর
       নেইকো কোথাও কেউ
ভেতরে তার ধুক্ ধুকুনি,
       বাইরে জলের ঢেউ |

মনের দুঃখে দু’খান হল,
       লাগল আবার জোড়া,
যোগ-বিয়োগের খেলায় ভাবে,
       পাবে রোগের গোড়া |

কালে কালে কতই হল
সেই অ্যামিবা মানুষ হল
মরার বাড়া গাল জানে না,
       তবু ওড়ায় ঘুড়ি,
কেমন করে সারবে যে তার
       আদিম সুড়সুড়ি |

চোখ গজালো, কান গজালো,
       আরো কত কি,
দিগ্ গজেরা বলে সব-ই
       ভস্মে ঢালা ঘি !
               -- কিছু হয় না মানে |

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র