মৃত্যুরে কে মনে রাখে ?
---মৃত্যু সে ত মুছে যায় |
যে তারা জাগিয়া থাকে তারে লয়ে জীবনের খেলা
ভুবনের মেলা |
যে তারা হারাল দ্যুতি, যে পাখী ভুলিয়া গেল গান,
যে শাখে শুখাল পাতা
এ ভুবনে কোথা তার স্থান ?
নিখিলের ওষ্ঠপুটে ওষ্ঠ রাখি করিছে যে পান,
হে কবি আজিকে তার—
তার তরে রচ শুধু গান |
রচ গান যৌবনের |
যে প্রেমের চিহ্ন নাই লাজরক্ত কোমল কপোলে
কম্পমান হৃদ্ পিণ্ডে দুর্ণিবার রুধিরের দোলে
তার তরে অকারণ শোক |
বারবার ছেড়ে তার জীর্ণতা-নির্ম্মোক
জীবনের যাত্রা হেরি মহাকাশ ব্যেপে,
তারায় তারায় তার জয়ধ্বনি উঠে কেঁপে কেঁপে |
মৃত্যু-শোক-স্তব্ধ গৃহ-দ্বারে
আসে বারে বারে
সমারোহে শিশুর উত্সব,
বেদনার অন্ধকার বিদারিয়া প্রতিদিন দেখা দেয় প্রদীপ্ত গৌরব
নির্ল্লজ্জ শিশুর হাসি !
কবরের মৃত্তিকায় অবহেলি অশ্রদ্ধায়
তৃণে জাগে প্রাণ অবিনাশী |
ওরে ম্রিয়মাণ কবি, উঠে বোস্ শোক-শয্যা তোল্
বন্ধুর বিরহ-ব্যথা ভোল্
কাণ পেতে শোন্ ব’সে জীবনের উন্মত্ত কল্লোল---
আকাশ বাতাস মাটি উতরোল--- আজি উতরোল !
মৃত্যুরে কে মনে রাখে ? - প্রেমেন্দ্র মিত্র
- Details
- Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 1190