এক স্বৈরিণী নদীকে
আমি সাধ্বী হতে দেখেছি,
    সাধ্বী আর স্নেহাতুরা |
সব বেড়িকে বলয়ের মতো প’রে
জনপদবধূদের সঙ্গে
    সখিত্বে সে বেঁধেছে নিজেকে |

একটি রুগ্ন মলিন পাখিকে
     তার ভীত কম্পিত কুলায় থেকে
     শ্বেত সাহসী কপোত হয়ে
     আমি বেরিয়ে আসতে দেখেছি |
     দেখেছি সারা আকাশ
     ঝলকিত, স্পন্দিত হতে
তারই মতো অগণন
     শুভ্র ডানার সঞ্চালনে |

একটি ভেঙে-পড়া ভীরু ক্ষীণ মানুষকে
    তার দীনতার নোঙরা কোটর থেকে
              জরতার জীর্ণ কাঁথা ফেলে
              আমি উঠে দাঁড়াতে দেখেছি |
দেখেছি তাকে দৃঢ় সবল পায়ে
    দুর্বার মিছিলে গিয়ে মিলতে |

আমি জানি,
হার মানবার খেলা এখন শেষ |

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র