আজ আমি চ’লে যাই
               চ’লে যাই তবে,
       পৃথিবীর ভাই বোন্ মোর
               গ্রহতারকার দেশে
               সাথী মোর এই জীবনের
               কেহ চেনা, কেহ বা অচেনা |
       তোমাদের কাছ হতে চ’লে যাই তবে ;
       কোথাও দু’ফোঁটা জল শুকাইবে ভূমিতলে
       একটী করুণ শ্বাস মিশাইবে উতলা বাতাসে
       আজ কয়ে যাব এক সন্ধান তাহার !

নীল আকাশের গ্রহে একটী প্রার্থনা মোর রেখে যাই শুধু
রেখে যাই স্পন্দহীন বক্ষপুটে মৃত্যুম্লান মর্মকোষে মোর |

       যে কেহ আমার ভাই  যে কেহ আমার ভগিনী,
       এই ঊর্মি-উদ্বেলিত সাগরের গ্রহে
       অপরূপ প্রভাত সন্ধ্যার গ্রহে এই
       লহ শেষ শুভ ইচ্ছা মোর
       বিদায় পরশ, ভালোবাসা,
       আর তুমি লও মোর প্রিয়া
       অনন্ত রহস্যময়ী
       চিরকৌতূহল-জ্বালা
       --- অসমাপ্ত চুম্বনখানিরে
       তৃপ্তিহীন |
       যদি প্রেম সত্য হয়
       যদি সত্য হয় এই কান্নার সাধনা,
       তবে আর বার
       অদেখা আকাশে কোন্
       কোন্ নীহারিকাপুঞ্জে
       নব সূর্য উদ্ভাসিত সে কোন্ সুন্দরী তারকায়
       হবে কিরে পরিচয়
       নাহি জানি !
       ---নয় এই অনাহূত নিষ্ঠুর বিদায় !
       আজ আমি চ’লে যাই—
       যত দুঃখ সহিয়াছি
       বহিয়াছি যত বোঝা পেয়েছি আঘাত
       কাটায়েছি স্নেহহীন দিন
       হয়ত বা বৃথা,
       আজ কোন ক্ষোভ নাই তার তবে
       কোনো অনুতাপ আজ রেখে নাহি যাই—
       একটি আকাঙ্ক্ষা শুধু
       জ্বেলে রেখে গেনু |

       আজো যারা আসে পিছে
       অনাগত, পৃথিবীর ভ্রূণ-শিশু ত,
       তারা যেন পৃথিবীরে এমন করিয়া নাহি দেখে |
       আজ যারা বাসিতে পেল না ভালো
       আমাদের চারিপাশে আজ যত প্রাণ
       অন্যায় দারিদ্র্যে আর হীন লালসায়
       অন্ধ পঙ্গু কাঁদে উষ্ণ অভিশাপে,
       আজিকার মানবের যত গ্লানি পাপ
       ---আমাদের সাথে যেন মোরা সব
       মুছে লয়ে যাই
       --- সব শাস্তি, সকল বেদনা |
       যারা আজো জন্ম লয় নাই
       তাহাদের প্রেম
       ব্যর্থ নাহি হয় যেন এমন করিয়া        
       লোভের ক্ষুধার ফাঁদে |
       দেবতার দ্বার যেন তাহাদের তরে
       আজিকার মত রোধ নাহি করে
       স্বার্থ অসঙ্গত, কপটতা, মোহ, প্রবঞ্চনা,
       হিংসা অন্ধকার |
       পৃথিবী সুন্দর হয় যেন ;
       দেবতার আশীর্বাদ লোভ যেন নাহি কেড়ে রাখে
       স্বার্থ করে অন্যায় বন্টন |
       প্রেম বিনা কারো জন্ম ব্যর্থ নাহি হয় যেন,
       ছিঁড়ে যায় লালসার জাল
       ধুয়ে যায় আজিকার সব ক্ষুদ্র মলিনতা |
       দিকে দিকে কোটি গৃহ ভেঙ্গে পড়ে আজ                
       প্রচণ্ড লোলুপ এই মানবের বাসনার ঝড়ে ;
       উপবাসী কাঁদে মাতা মোহমত্ত নারীর অন্তরে
       কাঁদে প্রিয়া উত্পীড়িতা বারাঙ্গানা বুকে
       দেবতা কাঁদেন ভাঙ্গা ঘরে |

পৃথিবীর ভাই-বোন মোর—
       এই বিলাপের গ্রহে মোর কান্না রেখে যাই আজ
       একটি বাসনা আর,
পশ্চাতে আসিছে যারা
       তারা যেন ধরণীর এ কলুষ দেখিতে না পায়—
       মোদের চোখের জলে শেষ হোক সব তাপ গ্লানি
       শেষ হোক্ মানব আত্মার এই কাতর কাকুতি
       আমারে বেদনায় |
       তারা যেন সবে ভালোবাসে |

Premendra Mitra ।। প্রেমেন্দ্র মিত্র