মাঝে মাঝে লোডশেডিং হোক।

আকাশে জ্বলুক শুধু ঈশ্বরের সাতকোটি চোখ

বাকী সব আলকাতরা মাখুক।

আমরা নিমগ্ন হয়ে নিজস্ব চশমায় আর দেখি না কিছুই

সকলে যা দেখে তাই দেখি।

আকাশের রঙ তাই হয়ে গেছে চিরকালে নীল।

বাতাস কি শাড়ি পরে কারো জানা নেই।

 

মাঝে মাঝে লোডশেডিং হোক।

সাদা মোমবাতি জ্বেলে

তোমাকে সম্পূর্ণ করে দেখি।

নারীকে বাহান্ন তীর্থ বলেছে শুনেছি এক কবি।

আমি তার গর্ভগৃহ, সরু সিড়ি, সোনার আসন

চন্দনবটিতে থাকে কতটা চন্দন

দেখে গুনে গুনে মেপে দেখে

তবেই পাতাবো মৌরীফুল।

Purnendu Patri ।। পূর্ণেন্দু পত্রী