অলৌকিক এইভাবে ঘটে।

হঠাৎ একদিন ফাঁক হয়ে যায় সাদাসিধে ঝিনুক,

ভিতর থেকে ঠিকরে বেরোয় সাদা জ্যোৎস্না।

 

সেদিন মুক্তোর মতো গড়িয়ে এলে আমার হাতে।

অমনি বদলে গেল দৃশ্য।

আমার ডান দিকে ছিল মেঘলা দিন

হয়ে গেল ডালিম-ফাটানো রোদ।

আর বাঁদিকে ছিল ইটের পাঁজা

হয়ে গেল লাল টালির ডাকবাংলো।

 

অলৌকিক এইভাবে ঘটে।

Purnendu Patri ।। পূর্ণেন্দু পত্রী