রাজকোষের মতো বোঝেই

কুঁড়িতে, পাতায়, শতপুষ্পে, গন্ধের পেখমে।

তবু শিকড়ের চোখে আত্মগোপনকারী যোদ্ধার আত্মসমালোচনা।

নিজের ভিতরে গভীর কোনো জল-উৎস খুঁজতে খুঁজতে

খুঁড়তে খুঁড়তে ক্লান্ত এবং

বিপদাপন্ন।

কখনো কখনো সোনালি মেঘের শিরা-উপশিরাও

তার কাছে করাতের দাঁত।

 

কখনো কখনো মেঘ সে নিজেই।

মেঘের ভিতরে নিজেকে দীর্ণ করতেই বানিয়ে চলেছে

বজ্র-ডমরুর গুরুগুরু।

Purnendu Patri ।। পূর্ণেন্দু পত্রী