সরিয়ে দিয়ে আমার ঘুমের
পর্দাখানি
ডেকে গেল নিশীথরাতে
কে না জানি।
কোন্‌ গগনের দিশাহারা
তন্দ্রাবিহীন একটি তারা?
কোন্‌ রজনীর দুঃস্বপনের
আর্তবাণী?
ডেকে গেল নিশীথরাতে
কে না জানি।
আঁধার রাতে ভয় এসেছে
কোন্‌ সে নীড়ে?
বোঝাই তরী ডুবল কোথায়
পাষাণ-তীরে?
এই ধরণীর বক্ষ টুটে
এ কী রোদন এল ছুটে
আমার বক্ষে বিরামহারা
বেদন হানি?
ডেকে গেল নিশীথরাতে
কে না জানি।

শান্তিনিকেতন, ২১ আশ্বিন, ১৩২১

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর