বলো,           আমার সনে তোমার কী শত্রুতা।
আমায় মারতে কেন এতই ছুতা।
একে একে রতনগুলি
হার থেকে মোর নিলে খুলি,
হাতে আমার রইল কেবল সুতা।
গেয়েছি গান, দিয়েছি প্রাণ ঢেলে,
পথের ‘পরে হৃদয় দিলেম মেলে।
পাবার বেলা হাত বাড়াতেই
ফিরিয়ে দিলে শূন্য হাতেই–
জানি জানি তোমার দয়ালুতা।

৭ ভাদ্র, ১৩২১

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর