চোখে দেখিস,   প্রাণে কানা।
হিয়ার মাঝে দেখ্‌-না ধরে
ভুবনখানা।
প্রাণের সাথে সে যে গাঁথা,
সেথায় তারি আসন পাতা,
বাইরে তারে রাখিস তবু–
অন্তরে তার যেতে মানা?
তারি কণ্ঠে তোমার বাণী,
তোরি রঙে রঙিন তারি
বসনখানি।
যে জন তোমার বেদনাতে
লুকিয়ে খেলে দিনে রাতে
সামনে যে ওই রূপে রসে
সেই অজানা হল জানা।

শান্তিনিকেতন, ১১ আশ্বিন, ১৩২১

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর