ওরে ভীরু তোমার হাতে
নাই ভুবনের ভার।
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার।
তুফান যদি এসে থাকে
তোমার কিসের দায়–
চেয়ে দেখো ঢেউয়ের খেলা,
কাজ কী ভাবনায়।
আসুক-নাকো গহন রাতি,
হোক-না অন্ধকার–
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার।
পশ্চিমে তুই তাকিয়ে দেখিস
মেঘে আকাশ ডোবা–
আনন্দে তুই পুবের দিকে
দেখ্‌-না তারার শোভা।
সাথি যারা আছে, তারা
তোমার আপন ব’লে
ভাব’ কি তাই রক্ষা পাবে
তোমারি ওই কোলে?
উঠবে রে ঝড়, দুলবে রে বুক,
জাগবে হাহাকার–
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার।

শান্তিনিকেতন, ৯ আশ্বিন- অপরাহ্ন, ১৩২১

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর