এদের পানে তাকাই আমি,
বক্ষে কাঁপে ভয়।
সব পেরিয়ে তোমায় দেখি,
আর তো কিছু নয়।
একটুখানি সামনে আমার আঁধার জেগে থাকে
সেইটুকুতে সূর্যতারা সবই আমার ঢাকে–
তার উপরে চেয়ে দেখি
আলোয় আলোময়।
ছোটো আমার বড়ো হয় যে
যখন টানি কাছে–
বড়ো তখন কেমন করে
লুকায় তারি পাছে।
কাছের পানে তাকিয়ে আমার দিন তো গেছে কেটে,
এবার যেন সন্ধ্যাবেলায় কাছের ক্ষুধা মেটে–
এতকাল যে রইলে দূরে
তোমারি হোক জয়।

শান্তিনিকেতন, ১৬ আশ্বিন- রাত্রি, ১৩২১

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর