এই নিমেষে গণনাহীন
নিমেষ গেল টুটে–
একের মাঝে এক হয়ে মোর
উঠল হৃদয় ফুটে।
বক্ষে কুঁড়ির কারায় বন্ধ
অন্ধকারের কোন্‌ সুগন্ধ
আজ প্রভাতে পূজার বেলায়
পড়ল আলোয় লুটে।
তোমায় আমায় একটুখানি
দূর যে কোথাও নাই–
নয়ন মুদে নয়ন মেলে
এই তো দেখি তাই।
যেই খুলেছি আঁখির পাতা,
যেই তুলেছি নত মাথা,
তোমার মাঝে অমনি আমার
জয়ধ্বনি উঠে।

এলাহাবাদ, ২ কার্তিক- প্রভাত, ১৩২১

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর