এত ডাকাডাকি কেন?

আমি তো রয়েছি জেগে সর্বসমক্ষেই।

ঐ তো আমার ছেঁড়া চটি জুতো পড়ে আছে

উদ্দাম সোপানে।

আমার তুলির দাগ তোমাদের কাগজে মলাটে

আমার রক্তের দাগও খুঁজে পাবে ধুলোয় আগুনে।

জেগে আছি বীজে, বৃক্ষে, ফুলে।

তবু এত ডাকাডাকি কেন?

তোমাদের ঝলমলে শিকড়বিহীন মত্ত উল্লাসের চেয়ে

আমার নিভৃত এই অন্ধকার

ভাঙা সিড়ি

গোপন প্রদীপ

ঢের বেশি প্রেয়সীর মতো।

Purnendu Patri ।। পূর্ণেন্দু পত্রী