সেটুকু তোর অনেক আছে
যেটুকু তোর আছে খাঁটি ,
তার চেয়ে লোভ করিস যদি
সকলি তোর হবে মাটি ।
একমনে তোর একতারাতে
একটি যে তার সেইটে বাজা ,
ফুলবনে তোর একটি কুসুম
তাই নিয়ে তোর ডালি সাজা ।
যেখানে তোর বেড়া সেথায়
আনন্দে তুই থামিস এসে ,
যে কড়ি তোর প্রভুর দেওয়া
সেই কড়ি তুই নিস রে হেসে ।
লোকের কথা নিস নে কানে ,
ফিরিস নে আর হাজার টানে ,
যেন রে তোর হৃদয় জানে
হৃদয়ে তোর আছেন রাজা—
একতারাতে একটি যে তার
আপন মনে সেইটি বাজা ।
<
সীমা
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- কবিতার বিষয়
- Category: রবীন্দ্রনাথ ঠাকুর এর কাব্যগ্রন্থ - খেয়া
- Read Time: 1 min
- Hits: 281