চকালনাগিনী পদ্মা রে
নীল কমলের মা
তোর ছোবলের আদর রে
ভীষণ যন্ত্রণা।
ও কালো মেঘ, বজ্র রে
মাদল বাজাও কে ?
ঘর ভাসল, পথ ভাসল
পদ্মা নেচেছে।
সর্বনাশী পদ্মা রে
তুই কি আমার মা ?
চোখের জলে বুক ভেসে যায়
নাচ তো থামে না।
একা আমি নীলকমল
মেঘ আমার কে ?
বজ্র আমার কে ?
তুই-মা আমার কে ?
তোদের জন্য ভাই আমার
এদেশ ছেড়েছে।
কালনাগিনী পদ্মা রে - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 627