পাহাড় পাহাড় পাহাড় রে
পাথর সমুদ্দুর
রাত ফুরোলেই বাহার রে
মুখ ভরা রোদ্দুর।
পাহাড় পাহাড় পাহাড় রে
পাশাবতীর ঘর
রাত ফুরালেই বাহার রে
বুক ভরা ঈশ্বর।
পাহাড় পাহাড় পাহাড় রে - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 619