পাহাড় পাহাড় পাহাড় রে
পাথর সমুদ্দুর
রাত ফুরোলেই বাহার রে
মুখ ভরা রোদ্দুর।

পাহাড় পাহাড় পাহাড় রে
পাশাবতীর ঘর
রাত ফুরালেই বাহার রে
বুক ভরা ঈশ্বর।

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়