ঘর ফুটপাথ আহার বাতাস
ন্যাংটো ছেলেটা দেখছে---দেখছে---
দেখছে আকাশ।
সেখানে এখন টেক্কা সাহেব বিবি গোলাম
রাজ্যের তাস---
করছে সবাই চাঁদ সূর্য তারাদের চাষ
সবাই চাইছে রাজত্ব
সবাই লিখছে দারুণ গল্প
সে শুধু ফুটপাথের ন্যাংটো ছেলে
তাই তার বুদ্ধি অল্প
দূর থেকে তাই দেখছে দৃশ্য
দেখছে, এবং দিচ্ছে সাবাশ!
ঘর ফুটপাথ আহার বাতাস - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 486