বের করো তেমন সুরা, মুক্তাভস্ম, গোলাপি আতর
যাতে নেশা লাগে, আমরা নেশা করতে এসেছি এখানে।
দেখাও গোখরে কিংবা শঙ্খচূড় বুকের ভিতর
কী ক’রে ছোবল মারে, কালনাগিনী কত খেলা জানে!

আমরা প্রেমের অভিজ্ঞতা পেতে ঘর ছেড়ে এসেছি ;
যদি তাতে রক্ত লাগে দোষ নেই ; যদি লাল চোখে
মনে হয় এই সভা অন্য জন্মে নরকে দেখেছি,
যদি বুক কাঁপে, আমরা বেশি ক’রে ভালোবাসবে তাকে।

বুক থেকে একটি টানে ছিঁড়ে ফেল রেশমি কাঁচুলি
বিষ-মাখানো যুগস্তন মুক্ত করো, চাঁদের কুয়াশা
জ্বলুক হীরার মত নগ্ন দেহে, যাতে আমরা ভুলি :
এসো, বুকে বুক রেখে জ্বলতে জ্বলতে মিটাই পিপাসা!

যে ঘরে ছিলাম আমরা, পুড়ে গেছে ঈর্ষ্যায়, অপ্রেমে ;
আমরা হত হতে রাজি, কিন্তু প্রেমে, রমণীর প্রেমে।

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়