রাজভবনে মন্ত্রী গজায়
খবর পেয়ে ব্যাঙের ছাতা
চিঠি লিখেছে আড়াই পাতা,
সে-ও একটি রাজত্ব চায়।


আয় বৃষ্টি হেনে
মন্ত্রী দেবো কিনে
বাজার থেকে সস্তা
এক পয়সায় দশটা।

‘কটা মন্ত্রী কিনলি বাছা ?’
‘তিনটে পাকা, সাতটা কাঁচা।’
মন্ত্রী পড়ে টুপ্ টাপ
সোনা গেলে গুপ্ গাপ্।


হ্যা দে লো ব্যাঙের ছাতা
এতকাল ছিলি কোথা ?
ছিলেম ভাই রাজভবনে ;
দাদা আমার মন্ত্রী হলো
আমারে যেতে হলো।
দাদা নেন বংশী হাতে
আমি নিই কলসী কাঁখে ;
গিয়েছি খিড়কী দিয়ে।

ছেলেটা দিচ্ছে দুয়ো
মেয়েটা তুরুক কাটে।


নেডে চেড়ে দেখি বুড়ো
মরে রয়েছে ;
মন্ত্রী হবার সময় বুড়ো
নেচে উঠেছে।

Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়