একটি লাতিন বাক্য মনে রেখে
পাহাড়গুলি কাঁপছে প্রসব যন্ত্রণায়!
এবার তবে জন্ম নেবে
এবার তবে জন্ম নেবে
এবার তবে জন্ম নেবে
কয়েক লক্ষ ধাড়ী ইঁদুর, মানুষখেকো বাঘের চেয়ে ভীষণ!
ভূতপত্রীর দেশে - বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Details
- Birendra Chattopadhyay ।। বীরেন্দ্র চট্টোপাধ্যায়
- Category: কবিতার বিষয়
- Read Time: 1 min
- Hits: 478