সারা জীবন বেড়াতে এলে

ব্রীজের নিচে মানুষ, তুমি
সারাজীবন বেড়াতে এলে?
ফাঁকা জীবন, হলুদ ঘর, নোংরা জলে মেয়েলি তুলো
শরীরময়টুকরো ছিট্‌, চুলের গন্ধ ঝাউবনের
অসমীচীন মানুষ, তুমি সীরাজীবন বেড়াতে এলে?
ঘৃণায় কাঁপে শরীর আমার, ভ্ৰমণ এত মাধুরীহীন?
তিরতিরিয়ে রক্ত ছোটে–ভ্ৰমণ শুনলে জলপ্রপাত
ভ্রমণ শুনলে চুরি-সোহাগ, ভ্রমণ শুনলে রৌদ্রছায়া
নগর ভরা নারীর হাস্য, হীরের গয়না, কালো রুমাল
সহ্য হয় না এমন জ্যোৎস্না, সহ্য হয় না ট্রেনের ঘণ্টা
ব্রীজের নিচে মানুষ তুমি বাদামী মুখ,
সারাজীবন বেড়াতে এলে?

<

Sunil Gangapadhyay।। সুনীল গঙ্গোপাধ্যায়