রাকেশ রাকেশ করে মায়
রাকেশ গেল কাদের নায়
তিনটা লোকে দাঁড় বায়
অকুল পারাবারে |
নীল আকাশে আরেক তারা
ওই তারাতে আছে কারা
রাকেশ ও তার সঙ্গী যারা
মহাশূণ্য পারে ?
ওদের ছোখে এই ধরণী
দেখায় নাকি নীল বরণী
যেন এক নীলকান্তমণি
মহাশূণ্যে ভাসে |
রাকেশ রাকেশ করে মায়
রাকেশ রে, তুই বাড়ী আয়
আবার সেই উড়ন নায়
রাকেশ ফিরে আসে |
ভারতমাতার উক্তি - অন্নদাশঙ্কর রায়
- Details
 - Annada Shankar Ray ।। অন্নদাশঙ্কর রায়
 - কবিতার বিষয়
 - Category: অন্নদাশঙ্কর রায়ের ছড়া
 - Read Time: 1 min
 - Hits: 1789