বেসুর বাজে রে, আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে ॥ মেলে না সুর এই প্রভাতে আনন্দিত আলোর সাথে, সবারে সে আড়াল করে, মরি লাজে রে ॥ ওরে থামা রে ঝঙ্কার। নীরব হয়ে দেখ্ রে চেয়ে, দেখ্ রে চারি ধার। তোরই হৃদয় ফুটে আছে মধুর হয়ে ফুলের গাছে, নদীর ধারা ছুটেছে ওই তোরই কাজে রে ॥<
বেসুর বাজে রে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 171