বাজে বাজে রম্যবীণা বাজে-- অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী মাঝে, কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে, কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে-- প্রেমে প্রেমে বাজে ॥ নাচে নাচে রম্যতালে নাচে-- তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে, জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে, ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে-- প্রেমে প্রেমে নাচে ॥ সাজে সাজে রম্যবেশে সাজে-- নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে, ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে, প্রণত চিত্ত সাজে বিশ্বশোভায় লুটায়ে-- প্রেমে প্রেমে সাজে ॥<
বাজে বাজে রম্যবীণা বাজে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 379