প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে,
                   অলস রে, ওরে, জাগো জাগো ॥
শোনো রে চিত্তভবনে অনাদি শঙ্খ বাজিছে--
                   অলস রে, ওরে, জাগো জাগো ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর