প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন-- দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন ॥ ঘন ঘন দামিনী-ভুজঙ্গ-ক্ষত যামিনী, অম্বর করিছে অন্ধনয়নে অশ্রু-বরিষন ॥ ছাড়ো রে শঙ্কা, জাগো ভীরু অলস, আনন্দে জাগাও অন্তরে শকতি। অকুণ্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত মহাভয়-মহাসনে অপরূপ মৃত্যুঞ্জয়রূপে ভয়হরণ ॥<
প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 182