পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে
              তোমার পরশ আসে কখন কে জানে॥
      কী অচেনা কুসুমের গন্ধে,   কী গোপন আপন আনন্দে,
              কোন্‌ পথিকের কোন্‌ গানে॥
      সহসা দারুণ দুখতাপে   সকল ভুবন যবে কাঁপে,
         সকল পথের ঘোচে চিহ্ন  সকল বাঁধন যবে ছিন্ন
                 মৃত্যু-আঘাত লাগে প্রাণে–
              তোমার পরশ আসে কখন কে জানে॥ 
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর