নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা। মন রে মোর, পাথারে হোস নে দিশেহারা ॥ বিষাদে হয়ে ম্রিয়মাণ বন্ধ না করিয়ো গান, সফল করি তোলো প্রাণ টুটিয়া মোহকারা ॥ রাখিয়ো বল জীবনে, রাখিয়ো চির-আশা, শোভন এই ভুবনে রাখিয়ো ভালোবাসা। সংসারের সুখে দুখে চলিয়া যেয়ো হাসিমুখে, ভরিয়া সদা রেখো বুকে তাঁহারি সুধাধারা ॥<
নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 370