তোর শিকল আমায় বিকল করবে না। তোর মারে মরম মরবে না ॥ তাঁর আপন হাতের ছাড়চিঠি সেই যে আমার মনের ভিতর রয়েছে এই যে, তোদের ধরা আমায় ধরবে না ॥ যে পথ দিয়ে আমার চলাচল তোর প্রহরী তার খোঁজ পাবে কি বল্। আমি তাঁর দুয়ারে পৌঁছে গেছি রে, মোরে তোর দুয়ারে ঠেকাবে কি রে? তোর ডরে পরান ডরবে না ॥<
তোর শিকল আমায় বিকল করবে না
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 204