তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে
     সূর্য যেমন ধরার করে আলোক-রাখী জড়ায় প্রাতে ॥
তোমার আশিস আমার কাজে                সফল হবে বিশ্ব-মাঝে,
     জ্বলবে তোমার দীপ্ত শিখা আমার সকল বেদনাতে ॥
     কর্ম করি যে হাত লয়ে কর্মবাঁধন তারে বাঁধে।
     ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে।
তোমার রাখী বাঁধো আঁটি--                 সকল বাঁধন যাবে কাটি,
     কর্ম তখন বীণার মতন বাজবে মধুর মূর্ছনাতে ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর