তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম,
          ধন্য তোমার জগতরচনা ॥
একি অমৃতরসে চন্দ্র বিকাশিলে,
          এ সমীরণ পুরিলে প্রাণহিল্লোলে ॥
একি প্রেমে তুমি ফুল ফুটাইলে,
          কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে ॥
একি গভীর বাণী শিখালে সাগরে,
          কী মধুগীতি তুলিলে নদীকল্লোলে!
একি ঢালিছ সুধা, মানবহৃদয়ে,
          তাই হৃদয় গাইছে প্রেম-উল্লাসে ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর