রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে,
          প্রাণমনে ধরি রাখো নিবিড় আনন্দবন্ধনে ॥
আলো জ্বালো হৃদয়দীপে             অতিনিভৃত অন্তরমাঝে,
          আকুলিয়া দাও প্রাণ গন্ধচন্দনে ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর