যদি      আমায় তুমি বাঁচাও, তবে
তোমার  নিখিল ভুবন ধন্য হবে ॥
যদি      আমার মনের মলিন কালি    ঘুচাও পুণ্যসলিল ঢালি
তোমার  চন্দ্র সূর্য নূতন আলোয়   জাগবে জ্যোতির মহোৎসবে ॥
আজও   ফোটে নি মোর শোভার কুঁড়ি,
তারি    বিষাদ আছে জগৎ জুড়ি।
যদি      নিশার তিমির গিয়ে টুটে   আমার হৃদয় জেগে ওঠে,
তবে    মুখর হবে সকল আকাশ   আনন্দময় গানের রবে। 
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর