মন্দিরে মম কে আসিলে হে!
              সকল গগন অমৃতগমন,
দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে ॥
              সকল দুয়ার আপনি খুলিল,
              সকল প্রদীপ আপনি জ্বলিল,
     সব বীণা বাজিল নব নব সুরে সুরে ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর