মরণসাগরপারে তোমরা অমর, তোমাদের স্মরি। নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর, তোমাদের স্মরি॥ সংসারে জ্বেলে গেলে যে নব আলোক জয় হোক, জয় হোক, তারি জয় হোক– তোমাদের স্মরি॥ বন্দীরে দিয়ে গেছ মুক্তির সুধা, তোমাদের স্মরি। সত্যের বরমালে সাজালে বসুধা, তোমাদের স্মরি। রেখে গেলে বাণী সে যে অভয় অশোক, জয় হোক, জয় হোক, তারি জয় হোক– তোমাদের স্মরি॥<
মরণসাগরপারে তোমরা অমর
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 198