মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ– ভুবন জুড়ে রইল জেগে আনন্দ-আবেশ॥ দিনান্তের এই এক কোণাতে সন্ধ্যামেঘের শেষ সোনাতে মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ॥ সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার ’পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ॥<
মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 221